Breaking News

Breaking

৩১শে ডিসেম্বর বাংলা_কারেন্ট_এফেয়ার্স


■ ২০১৮ কমনওয়েলথ গেমসের জন্য উত্তীর্ণ হলেন সাক্ষী মালিক।
■ আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেবার কথা ঘোষণা করলেন অভিনেতা রজনীকান্ত। নতুন দল তৈরি করবেন তিনি এবং আগামী বিধানসভা নির্বাচনে সবকটি আসনে প্রার্থীও দেবেন বলে জানালেন তিনি।
■ ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বিশ্বনাথন আনন্দ।
■ ব্যাঙ্গালোরের প্রতিটি হাসপাতালে ২০১৮ সালে জন্ম নেওয়া প্রথম কন্যা শিশুকে বিনামূল্যে শিক্ষাগ্রহণের সুবিধা দেওয়া হবে বলে জানালেন মেয়র সম্পদ রাজ।
■ নতুন বছরে তেলেঙ্গানার প্রতিটি থানার নিজস্ব ফেসবুক পেজ এবং টুইটার একাউন্ট থাকবে যাতে জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সহজ হয়।
■ দলের বিধায়ক এবং সাংসদদের মোরগ-লড়াইয়ে অংশ নিতে বারণ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
■ জাপানি কার্টুন শো 'ডোরেয়ামন' নিষিদ্ধ করার দাবি জানালেন পাকিস্তানের সাংসদ মুরাদ রাস।
■ বোম্বাই আইআইটি এলো বিশ্বের প্রথম রোবোট নাগরিক সোফিয়া।

No comments