Breaking News

Breaking

ডিসেম্বর ২০১৭ কারেন্ট এফেয়ার্স

১লা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ বিশ্ব এইডস দিবস।
■ আজ ন্যাগল্যান্ডের ৫৪ তম প্রতিস্থাদিবস। এই উপলক্ষ্যে ১০দিন ব্যাপী "হর্নবিল ফেস্টিভেল"-এর উদ্বোধন করবেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
■ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ভারতে এলেন।
■ দিল্লীতে ম্যাডাম তুসোর মোমের মিউজিয়াম দর্শকদের জন্য খুলে দেওয়া হল।
■ ভারতের বক্সিংয়ের জাতীয় পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন মেরি কম।
■ বাড়তে থাকা বায়ুদূষণের জেরে আতশবাজি নিষিদ্ধ করল বেজিং।
■ ভারতীয় নৌবাহিনীর একমাত্র পারমাণবিক-শক্তি-চালিত ডুবোজাহাজ INS চক্র ক্ষতিগ্রস্ত হয়েছে, শীঘ্রই সারিয়ে তোলা হবে বলে জানালেন নেভি চিফ এডমিরাল সুনীল লাম্বা।
■ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তাদের স্মার্টফোনে "ট্রুকলার" অ্যাপ না রাখেন। এরপরেই ট্রুকলারের পক্ষ থেকে বলা হল এটি ম্যালওয়্যার নয় এবং তথ্য চুরির কোনো আশঙ্কা নেই।
■ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, ভারতের সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে ওড়িশা, তৃতীয় কেরালা।


২রা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ ১৯৮২ সালে আজকের দিনেই বিশ্বের প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল। মার্কিন গবেষক রবার্ট জার্ভিক এই হৃদযন্ত্র উদ্ভাবন করেছিলেন।
■ মিস সুপ্রান্যাশনাল ২০১৭ হলেন মিস কোরিয়া জেনি কিম।
■ এশিয়ান লুজ (Luge) চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের একমাত্র পেশাদার লুজার (Luger) শিবা কেশবন।
■ গোয়ালিয়রের আই টি এম ইউনিভার্সিটি যুবরাজ সিংকে সাম্মানিক ডক্টরেট প্রদান করলেন।
■ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে (IMO) পুনর্নির্বাচিত হল ভারত।
■ ঢাকায় আয়োজিত এশিয়ান আর্চারি (তিরন্দাজী) চ্যাম্পিয়নশিপে ৩টি সোনা, ৪টি রূপো এবং ২টি ব্রোঞ্জ জিতল ভারত।
■ কাপু সম্প্রদায়ের জন্য শিক্ষা এবং চাকুরিতে ৫% সংরক্ষণ মঞ্জুর করল অন্ধ্রপ্রদেশ সরকার।
■ চীনের রাষ্ট্রপতি জি জিনপিং বললেন, তারা অন্য কোনো দেশের 'উন্নয়নের মডেল' আমদানি করবে না।
■ বিশ্বজুড়ে ৯ কোটি মানুষকে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত জাতিপুঞ্জ ১ লক্ষ কোটি টাকা অনুদানের জন্য আবেদন করল।

৩রা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ প্রথম শর্ট ম্যাসেজ সার্ভিস বা এসএমএস-এর ২৫ বছর পূর্ণ হল আজ। ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর আমেরিকার প্রোগ্রামার নেইল প্যাপওর্থ প্রথম এসএমএস প্রেরণ করেছিলেন।
■ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে কম বয়সে শতরান করেছিলেন মিতালি রাজ। ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তিনি ১১৪* করেছিলেন। আজ পঁয়ত্রিশে পা দিলেন মিতালি।
■ ইন্দোরে আয়োজিত তিরন্দাজী বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন দীপিকা কুমারী।
■ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বিধায়ক এবং সাংসদদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করার আবেদন জানালেন।
■ যেসমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ১০ জনের কম সেইরকম ৪০৯৩টি বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

৪ঠা ডিসেম্বর  #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
■ আজ ৪ঠা ডিসেম্বর 'ভারতীয় নৌবাহিনী দিবস' বা নেভি ডে।
■ ব্রিটিশ ভারতে ১৮২৯ সালে আজকের দিনেই সতীদাহ প্রথা নির্মূল করার উদ্দেশ্যে "দি বেঙ্গল সতী রেগুলেশন" পাশ হয়েছিল। তখন গভর্ণর জেনারেল ছিলেন লর্ড বেন্টিংক।
■ প্রয়াত হলেন স্বনামধন্য অভিনেতা শশী কাপুর।
■ স্টার স্ক্রিন এওয়ার্ড পেলেন ইরফান খান, রাজকুমার রাও এবং বিদ্যা বালান
■ ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি আলি আব্দুল্লা সালেহ গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন।
■ ১২ বছর বা তার কমবয়সী মেয়েদের ধর্ষণ বা গণধর্ষনে অভিযুক্তদের মৃত্যুদন্ড দেওয়ার বিলটি মধ্য প্রদেশ বিধানসভায় নির্বিবাদে পাস হল।
■ ঘূর্ণিবিধ্বস্ত লাক্ষাদ্বীপের জন্য এক কোটি টাকার ত্রাণ ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

Www.GkPorun.Blogspot.Com

No comments