মে ২০১৭ কারেন্ট অ্যাফেয়ার্স
মে ২০১৭ কারেন্ট অ্যাফেয়ার্স
১লা মে
■ প্রথমবার আই লীগ জিতল আইজল এফ সি।
■ সাড়ম্বরে পালিত হয় দুটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস- গুজরাট দিবস এবং মহারাষ্ট্র দিবস।
■ ভারতের প্রথম পুস্তক পল্লী বা 'বুক ভিলেজ' তৈরি হল মহারাষ্ট্রের সাতারা জেলায়।
■ ভারত সফররত তুর্কী রাষ্ট্রপতি আর টি এরদোগানকে সাম্মানিক ডি.লিট উপাধি দিল জামিয়া মালিয়া ইউনিভার্সিটি।
■ উত্তর প্রদেশের পর এবার দিল্লি সরকার মনীষীদের জন্ম বা মৃত্যু বার্ষিকীতে সরকারি ছুটি প্রত্যাহার করল।
■ বিখ্যাত সমাজ সংস্কারক রামানুযাচার্য্যের ১০০০ তম জন্মজয়ন্তীতে স্মারক ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২রা মে
■ সুলতান আজলান শা কাপ' হকি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত।
■ মে মাসের প্রথম মঙ্গলবার অর্থাৎ আজ (২রা মে) বিশ্ব এজমা দিবস (World Asthma Day)
■ এবছর রাজীব খেলরত্ন (ভারতের সর্বোচ্চ ক্রীড়া সন্মান) এর জন্য হকি খেলোয়াড় সর্দার সিং-এর নাম প্রস্তাব করা হল।
■ অর্জুন পুরস্কারের জন্য নাম প্রস্তাব করা হল- চেতেশ্বর পূজারা এবং হরমনপ্রীত কাউর।
৩রা মে
■ জম্মু ও কাশ্মীরের চেনাব নদীতে তৈরি হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ।
■ মাইক্রোসফ্টের ডিজাইন করা ফন্ট বা হরফ পেল দুবাই।
■ বিশ্বের জনপ্রিয়তম মাছের নাম অনুসারে সম্মিলিত জাতিপুঞ্জ আজকের দিনটিকে World Tuna Day
হিসেবে চিহ্নিত করল।
■ আজ আরেকটি তাৎপর্যপূর্ণ দিবস-
World Press Freedom Day
■ ভারতের মধ্যে এই প্রথম কোনো রাজ্য আর্থিক বর্ষের সূচি পরিবর্তন করল। এখন থেকে মধ্যপ্রদেশের আর্থিক বর্ষ হবে জানুয়ারি-ডিসেম্বর, আগে ছিল এপ্রিল-মার্চ।
৪ঠা মে
■ স্বচ্ছ ভারত সর্বেক্ষন ২০১৭'
অনুযায়ী ভারতের স্বচ্ছতম শহর হল ইন্দোর।
■ বিজয়ওয়াড়া বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল।
■ দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন বিখ্যাত পরিচালক কাশিনাথুনি বিশ্বনাথ। এটি ভারতের সর্বোচ্চ সিনে-সন্মান।
■ ৩৬ বছরের এমান আহমেদ ৮২ দিনে ৩৫০ কেজি ওজন কমিয়ে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
■ বাহুবলীর অভিনেতা প্রভাসই হলেন প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যার মোমের মূর্তি ঠাঁই পেলো ম্যাডাম তুসোর মিউজিয়ামে।
৫ই মে
■ মহিলা বিশ্বকাপের পুরস্কারমূল্য বাড়িয়ে 2 মিলিয়ন ডলার করল আই সি সি। উল্লেখ্য, ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
■ জ্যোৎস্না চিনাপ্পা এশিয়ান স্কোয়াশ খেতাব জিতে নজির সৃষ্টি করল। এর আগে কোনো ভারতীয় এই খেতাবের অধিকারী হয়নি।
■ শাবানা আজমী এবং সতিন্দর সরতাজ অভিনীত হলিউড সিনেমা
'দি ব্ল্যাক প্রিন্স' পুরস্কৃত হল।
■ এবার থেকে অস্ট্রেলিয়াতে রপ্তানি হবে ভারতের 'কেশর' আম।
■ বিশ্বের সবথেকে সক্রিয় হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির রহস্য সমাধান করল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা। প্রশান্ত মহাসাগরীয় পাতের সঞ্চলনের ফলেই এই আগ্নেয়গিরির সৃষ্টি বলে গবেষকরা জানিয়েছেন।
■ মহারাষ্ট্রেই দেশের প্রথম
'অটোমোটেড ওয়েদার স্টেশন' শুরু হতে চলেছে। এর ফলে কৃষকদের বিশেষ উপকার হবে।
■ স্বল্প মূল্যের বিনিময়ে সারা দেশে Wi-Fi পরিষেবা দেবে ফেসবুক। তাদের ব্র্যান্ড 'এক্সপ্রেস
Wi-Fi' এখন দেশের ৭০০ টি স্থানে উপলব্ধ আছে।
৬ই মে
■ কাশ্মীরের অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য শুরু হল এখনো পর্যন্ত সবথেকে বড় মাপের 'চিরুনি তল্লাশি'।
■ গঙ্গা, যমুনার পর এবার নর্মদা নদীও 'জীবিত সত্তা'র মর্যাদা পেলো। এর অর্থ একজন মানুষের যা অধিকার সেসবই পাবে নদীগুলি। পরিবেশ রক্ষা এবং নদীর জীববৈচিত্র রক্ষার জন্যই এই পদক্ষেপ।
■ ভারতের প্রথম বেসরকারি অস্ত্র নির্মাণ কোম্পানি হিসেবে কাজ শুরু করল মধ্যপ্রদেশের 'পুঞ্জ লয়েড রক্ষা সিস্টেম' ।
■ একটি পৃথক হাইকোর্টের জন্য প্রস্তাব করল হরিয়ানা সরকার। উল্লেখ্য যে, হরিয়ানা এবং পাঞ্জাব উভয় রাজ্যেরই রাজধানী হল চন্ডীগড়।
■ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কৃত্রিম রেটিনা তৈরি করল। এই রেটিনায় থাকছে প্রোটিন কোষ যা আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করবে যার ফলে দৃষ্টি-প্রতিদ্বন্ধীরা দেখতে পাবে।
৭ই মে
■ ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে একথা স্পষ্ট জানালো বি সি সি আই।
■ ১০০ বছর পূর্ণ করল ভারত সেবাশ্রম সংঘ। ১৯১৭ সালে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন।
■ প্রয়াত হলেন ভারতের প্রথম মহিলা বিচারপতি(হাই কোর্ট) লীলা শেঠ। তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন।
■ গাজা-কেন্দ্রিক প্যালেস্তানীয় ইসলামিক আন্দোলন 'হামাস'-এর প্রধান হলেন ইসমাইল হানিয়া।
■ আই কিউ পরীক্ষায় অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংকেও ছাপিয়ে গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ১২ বছরের কিশোরী রাজগৌরী পাওয়ার। তার স্কোর হয়েছে ১৬২।
৮ই মে
■ সুকমায় মাওবাদী হামলার পর সি আর পি এফের এন্টি-মাওইস্ট কমান্ড রায়পুরে স্থানান্তরিত করা হল।
■ ফ্রান্সের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এমানুয়েল মাক্রোন।
■ কৃষি এবং নির্মাণকার্যে ব্যবহৃত বি এস 3 যানবাহন বিক্রি চলবে আগের মতোই- সুপ্রিম কোর্ট।
■ কফি উইথ করণ-এ অতিথি হয়ে আসতে চলেছেন জাস্টিন বাইবার।
■ সৌদি আরবের মেয়েরা এবার পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়াই স্বাস্থ্য এবং শিক্ষার মতো পরিষেবা গ্রহণ করতে পারবে।
■ প্রথম স্থানে বাহুবলী-2 আর দ্বিতীয় স্থানে দঙ্গল। ভারতীয় সিনেমার সবথেকে বাণিজ্যসফল দুই ছবি।
■ এই প্রথম লিঙ্গ-নির্বিশেষে(Genderless) শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন এমা ওয়াটসন।
৯ই মে
■ সাড়ম্বরে উদযাপিত হল রবিঠাকুরের ১৫৬তম জন্মদিন।
■ ভারতে পাকিস্তানের নতুন হাই কমিশনার নিযুক্ত হলেন সোহেল মাহমুদ।
■ পুনেতে ভারতের প্রথম জৈব সংশোধনাগারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি।
■ কঙ্কনা সেনশর্মা পুরস্কৃত হলেন। তার অভিনীত ছবি 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' তাকে সেরা অভিনেত্রীর সন্মান এনে দিল। একইসঙ্গে তার পরিচালনায় 'এ ডেথ ইন দা গঞ্জ' সেরা ছবির পুরস্কার পেল।
■ ফুটবল রাইটার্স এসোসিয়েশন কর্তৃক সেরা ফুটবলারের পুরস্কার পেলেন N'Golo Kante
১০ই মে
■ আজ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম,
বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বান। তাই আজকের দিনটি বুদ্ধ পূর্নিমা।
■ মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সবথেকে বেশি উইকেটের অধিকারী হলেন ঝুলন গোস্বামী।
■ আন্তর্জাতিক আদালত পাকিস্তানে বন্দী ভারতীয় কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল।
■ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট হ্যাক করল 'জিরো কুল'
হ্যাকাররা। তারা একটা মেসেজ দিয়েছে যে তারা কুলভূষণের ডেডবডি পাঠাবে।
■ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হলেন মুন জা-ইন।
■ ভারতে এলেন বিখ্যাত গায়ক জাস্টিন বিবার।
১১ই মে
■ জাতীয় প্রযুক্তি দিবস পালিত হল। প্রতি বছর ১১ই মে এই দিবস পালন করা হয় কারণ এই দিনেই ভারত প্রথম সফলভাবে পরমাণু বিস্ফোরণ করেছিল(পোখরানে)।
■ নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভেলে শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেল 'মুক্তি ভবন' ।
■ বৃহন্নলা সম্প্রদায় (Transgender)
থেকে ২৩জন কর্মী নিয়োগ করল কোচি মেট্রো।
■ এন সি ই আর টি সিলেবাসে এবার থেকে গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।
■ নতুন প্রতিরক্ষা সচিব হলেন সঞ্জয় মিত্র।
■ এই প্রথম মহিলাদের জন্য নেশামুক্তি কেন্দ্র স্থাপিত হল পাঞ্জাবে।
■ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল হরপ্রীত সিং।
■ এবছর আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হবে আমেদাবাদে।
১২ই মে
■ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং দিব্যা কাকরান। ব্রোঞ্জ পেলেন রিতু ফোগাট।
■ বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে 'বঙ্গভূষণ' দেবে পশ্চিমবঙ্গ সরকার।
■ পুজোর আগেই বেলুড়ে টেক্সটাইল হাব তৈরি হবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
■ ব্রিটেনের সমস্ত হাসপাতালে একসাথে টেলিফোন, কম্পিউটার বিকল। মনে করা হচ্ছে সাইবার আক্রমণ।
■ মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালের স্টাফ নার্স, আরবিনা শেখ এবছরের 'ফ্লোরেন্স নাইটেঙ্গল' পুরস্কারের জন্য মনোনীত হলেন।
১৩ই মে
■ প্রিয়াঙ্কা চোপড়া তার দ্বিতীয় হলিউড ছবিতে স্বাক্ষর করলেন। ছবির নাম -"A kid like jake".
■ বিভিন্ন ক্ষেত্রে নিহত ২৫জন সি আর পি এফ জওয়ানের পরিবারকে ২৫টি ফ্লাট দিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।
■ ভারত-পাক সীমান্তে জম্মু-কাশ্মীরে ১৯৮ কিমি অদৃশ্য বেড়া দেবে ভারত। লেজার প্রযুক্তিতে তৈরি এই অদৃশ্য বেড়া যার নাম
'কবচ' [Kavach(KVx)] ভারতের নিজস্ব উদ্ভাবনী।
■ উত্তর প্রদেশের সরকার পোষিত স্কুলগুলিতে এবার থেকে শনিবার হবে 'নো স্কুল ব্যাগ ডে' অর্থাৎ কোনো পড়ুয়াকে শনিবারে ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না।
■ সচিন টেন্ডুলকারের জীবনী নিয়ে তৈরি 'সচিন:এ বিলিয়ন ড্রিমস'
মুক্তি পাবে ২৬শে মে।
■ গতকাল ভারতসহ বিশ্বের ৯৯টি দেশে যে সাইবার আক্রমণ হয়েছিল তার কোড ছিল 'ওয়ানা ক্রাই'(WannaCry) । এটি একধরণের
Ransomeware যা কম্পিউটারে প্রবেশ করা মাত্রই সমস্ত ফাইল এনক্রিপ্ট করে দেয়।
■ টি২০-তে উইকেট কিপার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড করল মহেন্দ্র সিং ধোনি। তার ক্যাচের সংখ্যা ১২৪ ।
■ প্রো কাবাডি লিগে তামিলনাড়ু দলটি কিনলেন সচিন তেন্ডুলকর।
■ হেপাটাইটিস দূরীকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) - এর শুভেচ্ছা দূত হলেন অমিতাভ বচ্চন।
১৪ই মে
■ আজ মাতৃ দিবস বা মাদার্স ডে।
■ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে স্পনসর করবে আমূল ডেয়ারী।
■ এখনো পর্যন্ত সবথেকে বড় নদী ব্রিজ হতে চলেছে ধোলা-সাদিয়া নদী ব্রিজ যা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হয়েছে। দৈর্ঘ ৯.১৫কিমি। আগামী ২৬শে মে এই ব্রিজের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
■ নৃতত্ববিদরা মিশরের নীলনদ উপতক্যা থেকে ১৭টি মমি উদ্ধার করলেন।
■ টি২০-তে ১০০টি ম্যাচ জেতা প্রথম দল হল মুম্বাই ইন্ডিয়ান।
■ বাহুবলী-2 এর পর 'দঙ্গল' হল ১০০০ কোটি উপার্জনকারী ভারতীয় সিনেমা।
■ বিশ্ব প্যারা অলিম্পিক গ্রান্ড পিক্সে ২০০মিটার বিভাগে সোনা জিতলেন রামুদ্রি রাও।
১৫ই মে
■ হাওড়ার ভাতোরা দ্বীপে গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব করা হল। এই নিয়ে রাজ্যের চতুর্থ ওয়েটিং হাব। আগের তিনটি আছে সুন্দরবনে।
■ দীপ্তি শর্মা আর পুনম রাউত- এই দুই মহিলা ওপেনার ৩২০রান করল যা মহিলা ক্রিকেটে রেকর্ড।
■ কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতে ভারতের পক্ষে আইনজীবী হরিশ সালভে, শুরু হয়েছে বিচারপ্রক্রিয়া।
■ ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন এডওয়ার্ড ফিলিপ।
■ ভিয়েতনামের শেষ সম্রাটের রোলেক্স ঘড়িটি ৩২ কোটি টাকায় নিলামে বিক্রি হল।
■ ইংল্যান্ডের নতুন £5 প্লাস্টিক নোটে প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিলের ছবি রয়েছে।
১৬ই মে
■ রাজ্য সরকারের নির্দেশে এবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে বাংলা পোড়ানো হবে।
■ এমোজির কথা এখন সবাই জানেন। এই ক্ষুদ্র ছবিগুলি মেসেজিং-এর ক্ষেত্রে খুব জনপ্রিয়। আর এই প্রথম কোনো বলিউড সিনেমার চরিত্রের নামে এমোজি প্রকাশ করল টুইটার। সালমান খানের 'টিউবলাইট'
সিনেমার এমোজি প্রকাশ করল টুইটার। (ছবিতে দেখুন)।
■ ভারত-প্যালেস্টাইনের মধ্যে দ্বিপাক্ষিক মৌ (MoU) স্বাক্ষরিত হল।
■ রিফাত সারুক, ১৮ বছর বয়সী তামিলনাড়ুর এক ছাত্র বিশ্বের ক্ষুদ্রতম স্যাটেলাইট তৈরি করল। আরো উল্লেখযোগ্য যে, তার এই উপগ্রহটি উৎক্ষেপন করবে নাসা! সারুক তার উপগ্রহের নাম রেখেছে
'কালাম স্যাট', ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নাম অনুসরণে।
■ ভারতীয় বংশোদ্ভূত তরুণী ছবি বর্গ
Miss USA 2017 প্রতিযোগিতায় রানার্স আপ হল।
১৭ই মে
■ ভারতের প্রথম স্মার্ট গ্রীড প্রজেক্ট তৈরি করল দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি। এই প্রজেক্টে একসাথে সৌরশক্তি,
বায়ুশক্তি এবং জৈব-বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করবে।
■ প্রথম ভৈরব সিং শেখাওত লাইফটাইম এচিভমেন্ট সন্মান পেলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। বিষয়- জনসেবা।
■ অরুণাচল প্রদেশের আনশু জামসেনপা প্রথম ভারতীয় মহিলা যিনি চারবার এভারেস্ট জয় করলেন।
■ পি ভি সিন্ধুকে গ্রূপ-1 গেজেটেড অফিসার করা হবে, সেই উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশ সরকার আইনে সংশোধন আনতে চলেছে।
■ অপ্রচলিত শক্তির উৎপাদনে বিনিয়োগকারী দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করল ভারত,
প্রথম চীন।
■ 'উজালা' প্রকল্পের আওতায় ভারত থেকে সস্তার এল ই ডি লাইট সরবরাহ করা হবে লন্ডনে।
■ হরিয়ানার ফতেহাবাদে যে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে সেটি বিশ্বের প্রাচীনতম কি না তা যৌথভাবে পর্যালোচনা করবে নাসা এবং ইসরো। উল্লেখ্য যে,
এখানে যেসব শিল্প-স্থাপত্যের নমুনা পাওয়া গেছে সেগুলি হরপ্পা সভ্যতার পূর্ববর্তী বলে মত প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
১৮ই মে
■ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভে(৬০) পরলোকগমন করলেন। নর্মদা নদী আন্দোলনের তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন।
■ চীনের OBOR বা 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিলো ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল প্রভৃতি ইউরোপিয়ান দেশগুলি।
■ আজ ১৮ই মে বিশ্ব মিউজিয়াম দিবস।
■ ড্যান ডেভিড পুরস্কার পেলেন ভারতীয় বিজ্ঞানী শ্রীনিবাস কুলকার্নি।
■ হিন্দি সিনেমা এবং সিরিয়ালের পরিচিত মুখ রীমা লাগু(৫৯) প্রয়াত হলেন।
■ দেশের প্রথম অলংকারিক মৎস উদ্যান নির্মিত হতে চলেছে চেন্নাইয়ে। এখানে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ প্রজনন হবে।
■ অসমের পূর্ণিমা দেবী বর্মন
'হুইটলে এওয়ার্ড' পেলেন যা গ্রীন অস্কার নামেও পরিচিত। মূলত হাড়গিলা পাখি সংরক্ষণের জন্য তিনি এই পুরস্কার পেলেন।
১৯শে মে
■ নিজের আত্মজীবনী নির্ভর ছবি
'সচিন:এ বিলিয়ন ড্রিম' মুক্তি পাবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করলেন সচিন তেন্ডুলকর।
■ ভারতের নতুন Wi-Fi ট্রেন তেজাস এক্সপ্রেস যাত্রা শুরু করবে ২২শে মে থেকে।
■ কেন্দ্রীয় মন্ত্রী অনিল মাধব দাভের মৃত্যুর কারণে 'পরিবেশ ও বন বিভাগের' দায়িত্ব দেওয়া হল হর্ষ বর্ধনকে।
■ ভারতীয় পরিচালক রিতেশ বাত্রার ইংরেজি ভাষার ছবি 'The Sense of an Ending' ছবিটি আজ রিলিজ করল ভারতে।
■ অর্কুটের নতুন সোশ্যাল নেটওয়ার্ক
'হেলো' লঞ্চ করল ভারতে।
■ বদ্রিনাথের পথে ধস। আটকে পড়েছেন প্রায় ১৫০০০ পুণ্যার্থী।
■ দেশের প্রথম জরায়ু প্রতিস্থাপন সম্পন্ন হল আজ। ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্রের পুনে।
২০শে মে
■ এই বছর বঙ্গভুষণ প্রাপকঃ খিদমত ফকির, চপল ভাদুরি, লক্ষ্মণ দাস বাউল, রেজওয়ানা বন্যা, ডঃ অভিজিৎ চৌধুরী।
■ এই বছর বঙ্গবিভুষণ প্রাপকঃ ওয়াই সি দেবেশ্বর, ধীমান গাঙ্গুলি, অরুণ মুখার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
■ বিবিয়ানা স্টেনহস, ৩৮ বছরের মহিলা পুলিশকর্মী, প্রথম মহিলা রেফারি হিসেবে ইউরোপীয় লিগে ম্যাচ পরিচালনা করবেন।
■ আজ ২০মে। আজকের দিনে কালিকট বন্দরে এসেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা।
■ গুগল প্লে 2017 সেরা App পুরস্কার পেলো 'Memrise' যা আসলে একটি ভাষা শেখার App. সেরা গেম
'TRANSFORMERS: Forged to Fight'.
■ ভারতীয় তিরন্দাজী দল বিশ্বকাপে সোনা জিতল।
১লা মে
■ প্রথমবার আই লীগ জিতল আইজল এফ সি।
■ সাড়ম্বরে পালিত হয় দুটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস- গুজরাট দিবস এবং মহারাষ্ট্র দিবস।
■ ভারতের প্রথম পুস্তক পল্লী বা 'বুক ভিলেজ' তৈরি হল মহারাষ্ট্রের সাতারা জেলায়।
■ ভারত সফররত তুর্কী রাষ্ট্রপতি আর টি এরদোগানকে সাম্মানিক ডি.লিট উপাধি দিল জামিয়া মালিয়া ইউনিভার্সিটি।
■ উত্তর প্রদেশের পর এবার দিল্লি সরকার মনীষীদের জন্ম বা মৃত্যু বার্ষিকীতে সরকারি ছুটি প্রত্যাহার করল।
■ বিখ্যাত সমাজ সংস্কারক রামানুযাচার্য্যের ১০০০ তম জন্মজয়ন্তীতে স্মারক ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২রা মে
■ সুলতান আজলান শা কাপ' হকি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত।
■ মে মাসের প্রথম মঙ্গলবার অর্থাৎ আজ (২রা মে) বিশ্ব এজমা দিবস (World Asthma Day)
■ এবছর রাজীব খেলরত্ন (ভারতের সর্বোচ্চ ক্রীড়া সন্মান) এর জন্য হকি খেলোয়াড় সর্দার সিং-এর নাম প্রস্তাব করা হল।
■ অর্জুন পুরস্কারের জন্য নাম প্রস্তাব করা হল- চেতেশ্বর পূজারা এবং হরমনপ্রীত কাউর।
৩রা মে
■ জম্মু ও কাশ্মীরের চেনাব নদীতে তৈরি হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ।
■ মাইক্রোসফ্টের ডিজাইন করা ফন্ট বা হরফ পেল দুবাই।
■ বিশ্বের জনপ্রিয়তম মাছের নাম অনুসারে সম্মিলিত জাতিপুঞ্জ আজকের দিনটিকে World Tuna Day
হিসেবে চিহ্নিত করল।
■ আজ আরেকটি তাৎপর্যপূর্ণ দিবস-
World Press Freedom Day
■ ভারতের মধ্যে এই প্রথম কোনো রাজ্য আর্থিক বর্ষের সূচি পরিবর্তন করল। এখন থেকে মধ্যপ্রদেশের আর্থিক বর্ষ হবে জানুয়ারি-ডিসেম্বর, আগে ছিল এপ্রিল-মার্চ।
৪ঠা মে
■ স্বচ্ছ ভারত সর্বেক্ষন ২০১৭'
অনুযায়ী ভারতের স্বচ্ছতম শহর হল ইন্দোর।
■ বিজয়ওয়াড়া বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল।
■ দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন বিখ্যাত পরিচালক কাশিনাথুনি বিশ্বনাথ। এটি ভারতের সর্বোচ্চ সিনে-সন্মান।
■ ৩৬ বছরের এমান আহমেদ ৮২ দিনে ৩৫০ কেজি ওজন কমিয়ে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
■ বাহুবলীর অভিনেতা প্রভাসই হলেন প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যার মোমের মূর্তি ঠাঁই পেলো ম্যাডাম তুসোর মিউজিয়ামে।
৫ই মে
■ মহিলা বিশ্বকাপের পুরস্কারমূল্য বাড়িয়ে 2 মিলিয়ন ডলার করল আই সি সি। উল্লেখ্য, ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
■ জ্যোৎস্না চিনাপ্পা এশিয়ান স্কোয়াশ খেতাব জিতে নজির সৃষ্টি করল। এর আগে কোনো ভারতীয় এই খেতাবের অধিকারী হয়নি।
■ শাবানা আজমী এবং সতিন্দর সরতাজ অভিনীত হলিউড সিনেমা
'দি ব্ল্যাক প্রিন্স' পুরস্কৃত হল।
■ এবার থেকে অস্ট্রেলিয়াতে রপ্তানি হবে ভারতের 'কেশর' আম।
■ বিশ্বের সবথেকে সক্রিয় হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির রহস্য সমাধান করল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা। প্রশান্ত মহাসাগরীয় পাতের সঞ্চলনের ফলেই এই আগ্নেয়গিরির সৃষ্টি বলে গবেষকরা জানিয়েছেন।
■ মহারাষ্ট্রেই দেশের প্রথম
'অটোমোটেড ওয়েদার স্টেশন' শুরু হতে চলেছে। এর ফলে কৃষকদের বিশেষ উপকার হবে।
■ স্বল্প মূল্যের বিনিময়ে সারা দেশে Wi-Fi পরিষেবা দেবে ফেসবুক। তাদের ব্র্যান্ড 'এক্সপ্রেস
Wi-Fi' এখন দেশের ৭০০ টি স্থানে উপলব্ধ আছে।
৬ই মে
■ কাশ্মীরের অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য শুরু হল এখনো পর্যন্ত সবথেকে বড় মাপের 'চিরুনি তল্লাশি'।
■ গঙ্গা, যমুনার পর এবার নর্মদা নদীও 'জীবিত সত্তা'র মর্যাদা পেলো। এর অর্থ একজন মানুষের যা অধিকার সেসবই পাবে নদীগুলি। পরিবেশ রক্ষা এবং নদীর জীববৈচিত্র রক্ষার জন্যই এই পদক্ষেপ।
■ ভারতের প্রথম বেসরকারি অস্ত্র নির্মাণ কোম্পানি হিসেবে কাজ শুরু করল মধ্যপ্রদেশের 'পুঞ্জ লয়েড রক্ষা সিস্টেম' ।
■ একটি পৃথক হাইকোর্টের জন্য প্রস্তাব করল হরিয়ানা সরকার। উল্লেখ্য যে, হরিয়ানা এবং পাঞ্জাব উভয় রাজ্যেরই রাজধানী হল চন্ডীগড়।
■ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কৃত্রিম রেটিনা তৈরি করল। এই রেটিনায় থাকছে প্রোটিন কোষ যা আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করবে যার ফলে দৃষ্টি-প্রতিদ্বন্ধীরা দেখতে পাবে।
৭ই মে
■ ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে একথা স্পষ্ট জানালো বি সি সি আই।
■ ১০০ বছর পূর্ণ করল ভারত সেবাশ্রম সংঘ। ১৯১৭ সালে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন।
■ প্রয়াত হলেন ভারতের প্রথম মহিলা বিচারপতি(হাই কোর্ট) লীলা শেঠ। তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন।
■ গাজা-কেন্দ্রিক প্যালেস্তানীয় ইসলামিক আন্দোলন 'হামাস'-এর প্রধান হলেন ইসমাইল হানিয়া।
■ আই কিউ পরীক্ষায় অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংকেও ছাপিয়ে গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ১২ বছরের কিশোরী রাজগৌরী পাওয়ার। তার স্কোর হয়েছে ১৬২।
৮ই মে
■ সুকমায় মাওবাদী হামলার পর সি আর পি এফের এন্টি-মাওইস্ট কমান্ড রায়পুরে স্থানান্তরিত করা হল।
■ ফ্রান্সের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এমানুয়েল মাক্রোন।
■ কৃষি এবং নির্মাণকার্যে ব্যবহৃত বি এস 3 যানবাহন বিক্রি চলবে আগের মতোই- সুপ্রিম কোর্ট।
■ কফি উইথ করণ-এ অতিথি হয়ে আসতে চলেছেন জাস্টিন বাইবার।
■ সৌদি আরবের মেয়েরা এবার পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়াই স্বাস্থ্য এবং শিক্ষার মতো পরিষেবা গ্রহণ করতে পারবে।
■ প্রথম স্থানে বাহুবলী-2 আর দ্বিতীয় স্থানে দঙ্গল। ভারতীয় সিনেমার সবথেকে বাণিজ্যসফল দুই ছবি।
■ এই প্রথম লিঙ্গ-নির্বিশেষে(Genderless) শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন এমা ওয়াটসন।
৯ই মে
■ সাড়ম্বরে উদযাপিত হল রবিঠাকুরের ১৫৬তম জন্মদিন।
■ ভারতে পাকিস্তানের নতুন হাই কমিশনার নিযুক্ত হলেন সোহেল মাহমুদ।
■ পুনেতে ভারতের প্রথম জৈব সংশোধনাগারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি।
■ কঙ্কনা সেনশর্মা পুরস্কৃত হলেন। তার অভিনীত ছবি 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' তাকে সেরা অভিনেত্রীর সন্মান এনে দিল। একইসঙ্গে তার পরিচালনায় 'এ ডেথ ইন দা গঞ্জ' সেরা ছবির পুরস্কার পেল।
■ ফুটবল রাইটার্স এসোসিয়েশন কর্তৃক সেরা ফুটবলারের পুরস্কার পেলেন N'Golo Kante
১০ই মে
■ আজ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম,
বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বান। তাই আজকের দিনটি বুদ্ধ পূর্নিমা।
■ মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সবথেকে বেশি উইকেটের অধিকারী হলেন ঝুলন গোস্বামী।
■ আন্তর্জাতিক আদালত পাকিস্তানে বন্দী ভারতীয় কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল।
■ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট হ্যাক করল 'জিরো কুল'
হ্যাকাররা। তারা একটা মেসেজ দিয়েছে যে তারা কুলভূষণের ডেডবডি পাঠাবে।
■ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হলেন মুন জা-ইন।
■ ভারতে এলেন বিখ্যাত গায়ক জাস্টিন বিবার।
১১ই মে
■ জাতীয় প্রযুক্তি দিবস পালিত হল। প্রতি বছর ১১ই মে এই দিবস পালন করা হয় কারণ এই দিনেই ভারত প্রথম সফলভাবে পরমাণু বিস্ফোরণ করেছিল(পোখরানে)।
■ নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভেলে শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেল 'মুক্তি ভবন' ।
■ বৃহন্নলা সম্প্রদায় (Transgender)
থেকে ২৩জন কর্মী নিয়োগ করল কোচি মেট্রো।
■ এন সি ই আর টি সিলেবাসে এবার থেকে গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।
■ নতুন প্রতিরক্ষা সচিব হলেন সঞ্জয় মিত্র।
■ এই প্রথম মহিলাদের জন্য নেশামুক্তি কেন্দ্র স্থাপিত হল পাঞ্জাবে।
■ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল হরপ্রীত সিং।
■ এবছর আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হবে আমেদাবাদে।
১২ই মে
■ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং দিব্যা কাকরান। ব্রোঞ্জ পেলেন রিতু ফোগাট।
■ বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে 'বঙ্গভূষণ' দেবে পশ্চিমবঙ্গ সরকার।
■ পুজোর আগেই বেলুড়ে টেক্সটাইল হাব তৈরি হবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
■ ব্রিটেনের সমস্ত হাসপাতালে একসাথে টেলিফোন, কম্পিউটার বিকল। মনে করা হচ্ছে সাইবার আক্রমণ।
■ মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালের স্টাফ নার্স, আরবিনা শেখ এবছরের 'ফ্লোরেন্স নাইটেঙ্গল' পুরস্কারের জন্য মনোনীত হলেন।
১৩ই মে
■ প্রিয়াঙ্কা চোপড়া তার দ্বিতীয় হলিউড ছবিতে স্বাক্ষর করলেন। ছবির নাম -"A kid like jake".
■ বিভিন্ন ক্ষেত্রে নিহত ২৫জন সি আর পি এফ জওয়ানের পরিবারকে ২৫টি ফ্লাট দিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।
■ ভারত-পাক সীমান্তে জম্মু-কাশ্মীরে ১৯৮ কিমি অদৃশ্য বেড়া দেবে ভারত। লেজার প্রযুক্তিতে তৈরি এই অদৃশ্য বেড়া যার নাম
'কবচ' [Kavach(KVx)] ভারতের নিজস্ব উদ্ভাবনী।
■ উত্তর প্রদেশের সরকার পোষিত স্কুলগুলিতে এবার থেকে শনিবার হবে 'নো স্কুল ব্যাগ ডে' অর্থাৎ কোনো পড়ুয়াকে শনিবারে ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না।
■ সচিন টেন্ডুলকারের জীবনী নিয়ে তৈরি 'সচিন:এ বিলিয়ন ড্রিমস'
মুক্তি পাবে ২৬শে মে।
■ গতকাল ভারতসহ বিশ্বের ৯৯টি দেশে যে সাইবার আক্রমণ হয়েছিল তার কোড ছিল 'ওয়ানা ক্রাই'(WannaCry) । এটি একধরণের
Ransomeware যা কম্পিউটারে প্রবেশ করা মাত্রই সমস্ত ফাইল এনক্রিপ্ট করে দেয়।
■ টি২০-তে উইকেট কিপার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড করল মহেন্দ্র সিং ধোনি। তার ক্যাচের সংখ্যা ১২৪ ।
■ প্রো কাবাডি লিগে তামিলনাড়ু দলটি কিনলেন সচিন তেন্ডুলকর।
■ হেপাটাইটিস দূরীকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) - এর শুভেচ্ছা দূত হলেন অমিতাভ বচ্চন।
১৪ই মে
■ আজ মাতৃ দিবস বা মাদার্স ডে।
■ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে স্পনসর করবে আমূল ডেয়ারী।
■ এখনো পর্যন্ত সবথেকে বড় নদী ব্রিজ হতে চলেছে ধোলা-সাদিয়া নদী ব্রিজ যা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হয়েছে। দৈর্ঘ ৯.১৫কিমি। আগামী ২৬শে মে এই ব্রিজের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
■ নৃতত্ববিদরা মিশরের নীলনদ উপতক্যা থেকে ১৭টি মমি উদ্ধার করলেন।
■ টি২০-তে ১০০টি ম্যাচ জেতা প্রথম দল হল মুম্বাই ইন্ডিয়ান।
■ বাহুবলী-2 এর পর 'দঙ্গল' হল ১০০০ কোটি উপার্জনকারী ভারতীয় সিনেমা।
■ বিশ্ব প্যারা অলিম্পিক গ্রান্ড পিক্সে ২০০মিটার বিভাগে সোনা জিতলেন রামুদ্রি রাও।
১৫ই মে
■ হাওড়ার ভাতোরা দ্বীপে গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব করা হল। এই নিয়ে রাজ্যের চতুর্থ ওয়েটিং হাব। আগের তিনটি আছে সুন্দরবনে।
■ দীপ্তি শর্মা আর পুনম রাউত- এই দুই মহিলা ওপেনার ৩২০রান করল যা মহিলা ক্রিকেটে রেকর্ড।
■ কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতে ভারতের পক্ষে আইনজীবী হরিশ সালভে, শুরু হয়েছে বিচারপ্রক্রিয়া।
■ ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন এডওয়ার্ড ফিলিপ।
■ ভিয়েতনামের শেষ সম্রাটের রোলেক্স ঘড়িটি ৩২ কোটি টাকায় নিলামে বিক্রি হল।
■ ইংল্যান্ডের নতুন £5 প্লাস্টিক নোটে প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিলের ছবি রয়েছে।
১৬ই মে
■ রাজ্য সরকারের নির্দেশে এবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে বাংলা পোড়ানো হবে।
■ এমোজির কথা এখন সবাই জানেন। এই ক্ষুদ্র ছবিগুলি মেসেজিং-এর ক্ষেত্রে খুব জনপ্রিয়। আর এই প্রথম কোনো বলিউড সিনেমার চরিত্রের নামে এমোজি প্রকাশ করল টুইটার। সালমান খানের 'টিউবলাইট'
সিনেমার এমোজি প্রকাশ করল টুইটার। (ছবিতে দেখুন)।
■ ভারত-প্যালেস্টাইনের মধ্যে দ্বিপাক্ষিক মৌ (MoU) স্বাক্ষরিত হল।
■ রিফাত সারুক, ১৮ বছর বয়সী তামিলনাড়ুর এক ছাত্র বিশ্বের ক্ষুদ্রতম স্যাটেলাইট তৈরি করল। আরো উল্লেখযোগ্য যে, তার এই উপগ্রহটি উৎক্ষেপন করবে নাসা! সারুক তার উপগ্রহের নাম রেখেছে
'কালাম স্যাট', ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নাম অনুসরণে।
■ ভারতীয় বংশোদ্ভূত তরুণী ছবি বর্গ
Miss USA 2017 প্রতিযোগিতায় রানার্স আপ হল।
১৭ই মে
■ ভারতের প্রথম স্মার্ট গ্রীড প্রজেক্ট তৈরি করল দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি। এই প্রজেক্টে একসাথে সৌরশক্তি,
বায়ুশক্তি এবং জৈব-বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করবে।
■ প্রথম ভৈরব সিং শেখাওত লাইফটাইম এচিভমেন্ট সন্মান পেলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। বিষয়- জনসেবা।
■ অরুণাচল প্রদেশের আনশু জামসেনপা প্রথম ভারতীয় মহিলা যিনি চারবার এভারেস্ট জয় করলেন।
■ পি ভি সিন্ধুকে গ্রূপ-1 গেজেটেড অফিসার করা হবে, সেই উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশ সরকার আইনে সংশোধন আনতে চলেছে।
■ অপ্রচলিত শক্তির উৎপাদনে বিনিয়োগকারী দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করল ভারত,
প্রথম চীন।
■ 'উজালা' প্রকল্পের আওতায় ভারত থেকে সস্তার এল ই ডি লাইট সরবরাহ করা হবে লন্ডনে।
■ হরিয়ানার ফতেহাবাদে যে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে সেটি বিশ্বের প্রাচীনতম কি না তা যৌথভাবে পর্যালোচনা করবে নাসা এবং ইসরো। উল্লেখ্য যে,
এখানে যেসব শিল্প-স্থাপত্যের নমুনা পাওয়া গেছে সেগুলি হরপ্পা সভ্যতার পূর্ববর্তী বলে মত প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
১৮ই মে
■ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভে(৬০) পরলোকগমন করলেন। নর্মদা নদী আন্দোলনের তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন।
■ চীনের OBOR বা 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিলো ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল প্রভৃতি ইউরোপিয়ান দেশগুলি।
■ আজ ১৮ই মে বিশ্ব মিউজিয়াম দিবস।
■ ড্যান ডেভিড পুরস্কার পেলেন ভারতীয় বিজ্ঞানী শ্রীনিবাস কুলকার্নি।
■ হিন্দি সিনেমা এবং সিরিয়ালের পরিচিত মুখ রীমা লাগু(৫৯) প্রয়াত হলেন।
■ দেশের প্রথম অলংকারিক মৎস উদ্যান নির্মিত হতে চলেছে চেন্নাইয়ে। এখানে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ প্রজনন হবে।
■ অসমের পূর্ণিমা দেবী বর্মন
'হুইটলে এওয়ার্ড' পেলেন যা গ্রীন অস্কার নামেও পরিচিত। মূলত হাড়গিলা পাখি সংরক্ষণের জন্য তিনি এই পুরস্কার পেলেন।
১৯শে মে
■ নিজের আত্মজীবনী নির্ভর ছবি
'সচিন:এ বিলিয়ন ড্রিম' মুক্তি পাবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করলেন সচিন তেন্ডুলকর।
■ ভারতের নতুন Wi-Fi ট্রেন তেজাস এক্সপ্রেস যাত্রা শুরু করবে ২২শে মে থেকে।
■ কেন্দ্রীয় মন্ত্রী অনিল মাধব দাভের মৃত্যুর কারণে 'পরিবেশ ও বন বিভাগের' দায়িত্ব দেওয়া হল হর্ষ বর্ধনকে।
■ ভারতীয় পরিচালক রিতেশ বাত্রার ইংরেজি ভাষার ছবি 'The Sense of an Ending' ছবিটি আজ রিলিজ করল ভারতে।
■ অর্কুটের নতুন সোশ্যাল নেটওয়ার্ক
'হেলো' লঞ্চ করল ভারতে।
■ বদ্রিনাথের পথে ধস। আটকে পড়েছেন প্রায় ১৫০০০ পুণ্যার্থী।
■ দেশের প্রথম জরায়ু প্রতিস্থাপন সম্পন্ন হল আজ। ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্রের পুনে।
২০শে মে
■ এই বছর বঙ্গভুষণ প্রাপকঃ খিদমত ফকির, চপল ভাদুরি, লক্ষ্মণ দাস বাউল, রেজওয়ানা বন্যা, ডঃ অভিজিৎ চৌধুরী।
■ এই বছর বঙ্গবিভুষণ প্রাপকঃ ওয়াই সি দেবেশ্বর, ধীমান গাঙ্গুলি, অরুণ মুখার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
■ বিবিয়ানা স্টেনহস, ৩৮ বছরের মহিলা পুলিশকর্মী, প্রথম মহিলা রেফারি হিসেবে ইউরোপীয় লিগে ম্যাচ পরিচালনা করবেন।
■ আজ ২০মে। আজকের দিনে কালিকট বন্দরে এসেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা।
■ গুগল প্লে 2017 সেরা App পুরস্কার পেলো 'Memrise' যা আসলে একটি ভাষা শেখার App. সেরা গেম
'TRANSFORMERS: Forged to Fight'.
■ ভারতীয় তিরন্দাজী দল বিশ্বকাপে সোনা জিতল।
No comments