Breaking News

Breaking

Bangla Current Affairs January


● বিশ্বের উচ্চতম এয়ার পিউরিফায়ার (Air Purifier) তৈরি করল চীন যার উচ্চতা ৩৩০ ফুট।
● কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভদেকর বললেন যে বিদ্যালয়গুলিতে ডিজিটাল বোর্ড ব্যবহার করার লক্ষ্যে কেন্দ্র সরকার "অপারেশন ডিজিটাল বোর্ড" শুরু করতে চলেছে।
● ডায়নোসরের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল, নাম রাখা হল 'সার্বিয়ান টাইটান'।
● নরওয়ের একদল গবেষক জানালেন যে চতুর্দশ শতকে ইউরোপের 'ব্ল্যাক ডেথ'-এর কারণ ইঁদুর নয়, মানুষই এর জন্য দায়ী।
● আগামী ৩ বছরে পশ্চিমবঙ্গে ৫০০০ কোটি টাকা লগ্নী করবে রিলায়েন্স গোষ্ঠী, জানালেন মুকেশ আম্বানি।
● আফগানিস্তানের "মেডেল অফ ব্রেভারি" পেলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প।


● , আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা তথা বহু বিষয়ে পন্ডিত বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জন্মদিন।
● ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো ফুটবল থেকে অবসর নিলেন।
● বিশ্বের প্রথম কোনো দেশ একাকিত্বের জন্য মন্ত্রী (Minister for lonliness) নিয়োগ করল। ইংল্যান্ডে 'মিনিস্টার ফর লোনলিনেস' হিসেবে নিযুক্ত হলেন ট্র্যাসে ক্রাউচ্।
● শীতকালীন অলিম্পিকের আসরে উত্তর এবং দক্ষিণ কোরিয়া এক পতাকার তলায় মার্চ করবে।
● চারদেশীয় হকি টুর্নামেন্টে জাপানকে হারাল ভারত।
● গত তিন বছরে এই প্রথম কোনো টেস্ট সিরিজ হারল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে সেঞ্চুরিয়ান টেস্টে পরাজিত হল ভারতীয় দল।
● রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হল বাজারে প্রচলিত ১৪ রকমের ১০ টাকার কয়েনই বৈধ।


● আইসিসি-র ক্রিকেটার অফ দি ইয়ার নির্বাচিত হলেন বিরাট কোহলি।
● একটি সমীক্ষায় জানা গেল, ইউরোপের সমস্ত মাইক্রো-ওভেন থেকে যে পরিমান কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয় তা ৬৮ লক্ষ যানবাহনের কার্বন-ডাই-অক্সাইডের সমান।
● HDFC ব্যাংকই প্রথম ভারতীয় ব্যাংক যাদের মার্কেট-ক্যাপিটাল ৫ ট্রিলিয়ন (৫০ হাজার কোটি) টাকা হল।
● ১লা এপ্রিলের মধ্যে সমস্ত বাসে, ট্যাক্সিতে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) এবং প্যানিক-বাটন লাগাতেই হবে, ঘোষণা করল সরকার।
● অল ইন্ডিয়া চার্টার্ড একাউন্টেন্সির (২০১৭) চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল হরিয়ানার মোহিত গুপ্তা।
● ত্রিপুরা বিধানসভা নির্বাচন ১৮ই ফেব্রুয়ারি, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচন ২৭শে ফেব্রুয়ারি, ঘোষণা করল নির্বাচন কমিশন।
● দেশের ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা শুরু করতে বলল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।


● এবছরের ১৮ জন শিশু-কিশোর ন্যাশনাল ব্রেভারি এওয়ার্ড বা জাতীয় সাহসিকতার পুরষ্কারের জন্য মনোনীত হল। ২৪ শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের হাতে পুরষ্কার তুলে দেবেন।
● সম্মিলিত জাতিপুঞ্জের ৭২ বছরের ইতিহাসে এই প্রথম শীর্ষ নেতৃত্বের পদগুলোতে লিঙ্গসাম্য এল। মহাসচিব ব্যতীত ৪৪টি পদের ২৩টি এখন মহিলাদের দখলে।
● একটানা তিন বছর খরার জেরে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চরম জলকষ্ট, অনেকের মতে, আগামী ১০০ বছরেই ফুরিয়ে যাবে শহরের জলভান্ডার।
● এই প্রথম লাভের মুখ দেখল রিলায়েন্স জিও। গত ডিসেম্বর ত্রৈমাসিক তাদের লাভের অংক ৫০৪ কোটি।
● প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৃহীত গ্রামের (উত্তর প্রদেশের জয়াপুর) স্ট্রিটলাইটের ব্যাটারি চুরি হয়ে গেল।
● ২০৪০ সালের মধ্যে সমস্ত স্বল্প দূরত্বের বিমান পরিবহন ব্যাটারিচালিত হবে বলে ঘোষনা করল নরওয়ে।
● দিল্লিতে ম্যাডাম তুসোর মোমের মিউজিয়ামে শীঘ্রই সানি লিওনের মূর্তি উন্মোচিত হবে, জানাল কর্তৃপক্ষ।



No comments