Breaking News

Breaking

বিখ্যাত ব্যক্তি ও তাঁর উপাধি

১) নেতাজী কার উপাধি?
উঃ সুভাষচন্দ্র বসসু।

২) জাতির জনক কার উপাধি?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।

৩) মাস্টারদা কার উপাধি?
উঃ সূর্যসেন।

৪) কবিশেখর কার উপাধি?
উঃ কালিদাস।

৫) স্বামীজি/বীর সন্ন্যাসী কার উপাধি?
উঃ স্বামী বিবেকানন্দ।

৬) দীনবন্ধু কার উপাধি?
উঃ সি.এফ.এন্ড্রুজ।

৭) দেশপ্রাণ কার উপাধি?
উঃ বীরেন্দ্রনাথ শাসমল।

৮) লোকনায়ক কার উপাধি?
উঃ জয়প্রকাশ নারায়ণ।

৯) রাষ্ট্রগুরু কার উপাধি?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১০) চারণকবি কার উপাধি?
উঃ মুকুন্দ দাস।

১১) প্রিয়দর্শিনী কার উপাধি?
উঃ ইন্দিরা গান্ধী।

১২) সীমান্ত গান্ধী কার উপাধি?
উঃ খান আব্দুল গফফর খান।

১৩) মাদার কার উপাধি?
উঃ টেরিজা।

১৪) পাঞ্জাব কেশরি কার উপাধি?
উঃ লালা লাজপত রায়ের উপাধি।

১৫) বাংলার বাঘ কার উপাধি?
উঃ আশুতোষ মুখোপাধ্যায় এর উপাধি।

১৬) যুগাবতার কার উপাধি?
উঃ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।

১৭) রায়গুণাকর কার উপাধি?
উঃ ভারতচন্দ্র রায়।

১৮) ব্রহ্মানন্দ কার উপাধি?
উঃ কেশবচন্দ্র সেন।

১৯) চাচা নেহুরু কার উপাধি?
উঃ জওহরলাল নেহুরুর।

২০) দেশপ্রিয় কার উপাধি?
উঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

২১) মহামান্য কার উপাধি?
উঃ মদনমোহন মালব্য কার উপাধি।

২২) লোকমান্য কার উপাধি?
উঃ বালগঙ্গাধর তিলকের উপাধি।

২৩) কবিকঙ্কন কার উপাধি?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী।

২৪) বিদ্যাসাগর কার উপাধি?
উঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

২৫) লোকমাতা কার উপাধি?
উঃ ভগিনী নিবেদিতা।


No comments