Breaking News

Breaking

মানবদেহ সংক্রান্ত বাংলা জিকে পড়ুন(Human Body Related Bengali GK)

মানুষের রক্তের রং লাল কেন?
উঃ হিমগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় মানুষের রক্তের রং লাল।

মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি?
উঃ ২০৬টি।

মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটির নাম কী?
উঃ যকৃৎ।

মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থিটির নাম কী?
উঃ অক্সিন্টিক গ্রন্থি।

মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থিটির নাম কী?
উঃ প্লীহা।

মানবদেহে মোট রক্তের পরিমাণ কত?
উঃ ৫.৬ লিটার।

মানবদেহে মোট পেশীর সংখ্যা কয়টি?
উঃ ৬৩৯টি।

মানবদেহের বৃহত্তম পেশীর নাম কী?
উঃ গ্লটিয়াস।

মানবদেহের সর্ববৃহৎ অন্তক্ষরা গ্রন্থিটির নাম কী?
উঃ থাইরয়েড।

মানবদেহের ক্ষুদ্রতম অন্তক্ষরা গ্রন্থিটির নাম কী?
উঃ পিনিয়াল বডি।

মানুষের দীর্ঘতম স্নায়ুর নাম কী?
উঃ সায়াটিক নার্ভ।

মানবদেহের দীর্ঘতম কোশটির নাম কী?
উঃ স্নায়ুকোশ।

ত্বকের বাইরের স্তরকে কী বলে?
উঃ এপিডারমিস।

মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে?
উঃ পিটুইটারী।

মানবদেহে রক্ত তঞ্চনের সময়কাল কত?
উঃ ৩.৬ মিনিট।

মানবদেহে স্বাভাবিক হৃৎস্পন্দন কত?
উঃ ৭০বার/মিনিট।

রক্ত জল অপেক্ষা কতগুণ ঘন?
উঃ ৬ গুণ।

রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী রক্তকণিকাটির নাম কী?
উঃ অনুচক্রিকা।

মানবদেহে সর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম কী?
উঃ কনজাংটিভা।

No comments